রাজাবিরাট হাট ১নং ওয়ার্ড অবস্থিত হাটে পশ্চিম পাশে মাত্রাই ইউনিয়ন জয়পুরহাট এবং উত্তর পাশে শাখাহার ইউনিয়ন মধ্যস্থলে রাজাবিরাট হাট টি অবস্থিত। একটি সোনালী ব্যাংক আছে ব্র্যাক অফিস হাটে পাশে একটি মসজিদ মসজিদের পাশে নয়া পুকুর অবস্থিত পুকুরের উত্তরে পাশে হিন্দুদের ঐতিজ্যবাহী মদন মহন জিউ বিগ্রহ মন্দির অবস্থিত এবং বিরাট বাজারে পশ্চিম পাশে বিরাট রাজা রাজ বাড়ি অবস্থিত যাহা এখন টিলা উপর অবস্থিত এবং বিরাট বাজারের দক্ষিন পাশে আদিবাসী পাড়া এবং একটি দূর্গা মন্দির ও একটি গির্জা ঘর অবস্থিত। রাজা বিরাট হাট বার শনিবার ও বুধবার বিরাট বড় হাট বসে। এবং প্রতিদিন বাজার বসে। একটি হাই স্কুলেএবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিরাট উপ সাস্থ্য কেন্দ্র এবং বিরাট দাখিল মাদ্রাসা ১টি ডাকঘর আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস