শাহ খয়বর আলী স্মৃতি পাঠাগার ও প্রবীণ সেবা কেন্দ্র
ডাকঘরঃ পানিতলাহাট উপজেলাঃ গোবিন্দগঞ্জ জেলাঃ গাইবান্ধা ।
মোবাইল নং-০১৭১৪৭৫১৪৯৬
সর্বস্তরের মানুষেরঅবগতির জন্য জানানো যাচ্ছে যে, আকবর আলী স্মৃতি পাঠাগার ও প্রবীণ সেবা কেন্দ্রবাস্তবায়নাধীন পাঠাগার কর্মসূচীর মাধ্যমে সমাজের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০০৯ইং সাল থেকে কাজ শুরু করেছে। এ পাঠাগার কর্মসূচীটি বিগত সময়ে আর্থিক সংকটের কারণে ঘরোয়া ভাবে পরিচালনাধীন ছিল। ১জানুয়ারী ২০১১ইং হইতে কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হচ্ছে। তাই বই প্রেমী এবং সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি -যে কোন ধরনের ইতিহাস, প্রবন্ধ, উপন্যাস, ধর্মীয় বই-পত্রাদি অত্র পাঠাগারে সহায়তা পূর্বক এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গড়ে তুলুন। আপনার একটি বইয়ের মাধ্যমে জ্ঞান-ভান্ডার খুলে দেবে হাজারো মানুষের, গড়ে উঠবে শিক্ষা সমৃদ্ধ একটি দেশ। সেই সাথে আগ্রহী পাঠকদের নির্ধারিত স্থানে পাঠক নিবন্ধন ফরম পূরণ পূর্বক পাঠক সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হলো।
পাঠাগারের কার্যক্রম সম্প্রসারণে আপনাদের জ্ঞান-গর্ব পরামর্শ ও সহায়তা একান্তভাবে কামনা করছি।
বাস্তবায়নাধীন কর্মসূচীঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস